Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের নতুন রুট চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম, চালু ১৭ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২১ ১২:২৩

ফাইল ছবি

ঢাকা: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৭ মার্চ বন্দর নগরী চট্টগ্রাম থেকে পূণ্যভূমি সিলেটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

সোমবার ( ৮ মার্চ) সকালে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার।

তিনি জানান, যাত্রীদের চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন ও বাণিজ্যিক বিষয়াদির কথা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করেছে। যা বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ইতিহাসে এই প্রথম।

তাহেরা খন্দকার বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্মানিত যাত্রী সাধারণের উন্নত সেবা দিতে বদ্ধ পরিকর। আশা করা যাচ্ছে এরফলে দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট ও বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে পর্যটনের দ্রুত বিকাশ ও বাণিজ্যিক উন্নয়নের সেতুবন্ধন তৈরি হবে।

নতুন এই রুটের বিমান টিকেট মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে ক্রয় করা যাবে।

 

সারাবাংলা/এসজে/এএম

চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম বিমান বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর