ইয়েমেনের শরণার্থী শিবিরে আগুন, ৮ মৃত্যু
৮ মার্চ ২০২১ ১৬:০৮
ইয়েমেনের একটি শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে জানায়, রোববার (৭ মার্চ) দেশটির রাজধানী সানায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ১৫৭ জনকে।
এদিকে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কীভাবে ওই শরণার্থী শিবিরে আগুন লাগল, তা জানা যায়নি। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি জঙ্গিগোষ্ঠী ওই শরণার্থী শিবির পরিচালনা করে।
#BREAKNG We are extremely saddened by the death of migrants & guards resulting from a fire at a holding facility in Sana'a, Yemen, today. 8 people confirmed dead; the total death toll is reported to be much higher. All those affected and their families are in our thoughts. (1/3) pic.twitter.com/3E7fzFoXPm
— Carmela Godeau (@CarmelaGodeau) March 7, 2021
সরকারিভাবে আটজনের মৃত্যুর কথা জানানো হলেও মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে জানিয়েছে ডয়েচে ভেলে।
জাতিসংঘের কর্মকর্তারা সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, প্রথম আগুন লাগে যেখানে, সেখানে প্রায় ৭০০ শরণার্থী ছিলেন। তারা সবাই সীমান্ত পেরিয়ে সৌদি আরবে কাজের খোঁজে যাওয়ার চেষ্টা করেছিল। কর্তৃপক্ষ তাদের গ্রেফতার করে ওই শরণার্থী শিবিরে পাঠিয়ে দেয়।
সারাবাংলা/একেএম