Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় সৃষ্ট ভারসাম্যহীনতা দূর করতে নারীদের চায় বিএনপিএস

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২১ ২১:৪৪

চট্টগ্রাম ব্যুরো: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের এই সময়ে সব মানুষের সমান ভবিষ্যৎ নির্মাণে পরিবার থেকে রাষ্ট্রে নারী নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার (৮ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ডিসি হিল প্রাঙ্গণে বিএনপিএস আয়োজিত সমাবেশে এ আহ্বান জানানো হয়েছে।

সমাবেশে সংগঠকরা বলেন, ‘করোনাকালীন পরিস্থিতিতে বিশ্বে বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। করোনাকালে বা উত্তরণের পর সব মানুষের সমান ভবিষ্যৎ নির্মাণে বিশ্বকে উদ্যোগী হতে হবে। একই সমতলে সবার সমান ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। এজন্য প্রথমেই নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। নারীর পরনির্ভরশীলতা ঘুচিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ উন্মোচিত করতে হবে। সব পর্যায়ে ক্ষমতা ও অধিকারের ভারসাম্যহীনতা দূর করতে হবে।’

পারিবারিক-সামাজিক সংস্কৃতিতেও বৈষম্যের অবসান ঘটানোর তাগিদ দিয়ে বক্তারা বলেন, ‘গণতান্ত্রিক মানসিকতার অভাব দূর করে নারীকে রাষ্ট্রের সমান নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে সব প্রতিবন্ধকতা দূর করতে হবে। পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সব ক্ষেত্রেই নারী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপিএসের কেন্দ্র ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদ। বক্তব্য রাখেন বিএনপিএসের কর্মসূচি কর্মকর্তা তপন কান্তি দে ও তানজিনা নূর, প্রভাতী কমিউনিটি ফোরামের সহ-সাধারণ সম্পাদক লাকী বেগম, কাজীর দেউরি কমিউনিটি ফোরামের সদস্য খুরশিদ আলম আপন, শাহরিয়ার রিয়াদ ও সোহান, দক্ষিণ-পশ্চিম বাকলিয়া কমিউনিটি ফোরামের সদস্য খালেদুজ্জামান আরমান এবং প্রত্যাশী কমিউনিটি ফোরামের সদস্য মোহাম্মদ রিয়াদ, বিএনপিএসের রুনা শাকিল আরা, আব্দুল আলিম।

বিজ্ঞাপন

সমাবেশের আগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণজমায়েত করে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন বিএনপিএসের কর্মীরা। এতে জনপ্রতিনিধি, নাগরিক সমাজ, এনজিওসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক লোক অংশ নেন।

সারাবাংলা/আরডি/টিআর

নারী দিবস বিএনপিএস র‌্যালি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর