মহিলা আ. লীগের সম্পাদক হলেন নানকের মেয়ে আমরীণ রাখী
৯ মার্চ ২০২১ ০০:১৫
ঢাকা: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের মা ও শিশু সম্পাদক নির্বাচিত হয়েছেন এস আমরীণ রাখী। ২০১৭ সালের ৪ মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে মা ও শিশু বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এস আমরীণ রাখী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও সৈয়দা আরজুমান বানু নার্গিসের কন্যা।
রোববার (৭ মার্চ) মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালের ৪ মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন। নতুন কমিটির মা ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে এস আমরীণ রাখীকে নির্বাচিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া দেশের সর্ববৃহৎ নারী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নেত্রী হিসেবে আমীরণ রাখীর সার্বিক কর্মকাণ্ড ও সহযোগিতা নারী উন্নয়ন ও নারী ক্ষমতায়ন সমৃদ্ধ করবে বলে আশা করছে মহিলা আওয়ামী লীগ।
আমরীণ রাখী শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়াও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত আছেন। তিনি বাংলাদেশ গ্লোবাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট, গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান, সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও আজীবন সদস্য, জ্যাকব ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা, স্বেচ্ছাসেবী সংগঠন ক্যানসার সাপোর্ট সেন্টার ইএইচআরডি’র সক্রিয় কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাকশন ফর সোস্যাল ডেভলপমেন্টের (এএসডি) কর্মীসহ ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি ইমপাওয়ারমেন্ট সাপোর্টের (এফএসিইএস) স্বেচ্ছাসেবী সদস্য হিসেবে যুক্ত আছেন।
মহিলা আওয়ামী লীগের মা ও শিশু সম্পাদক নির্বাচিত করায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আমীরণ রাখী। সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
সারাবাংলা/এনআর/টিআর
আমীরণ রাখী জাহাঙ্গীর কবির নানক মহিলা আওয়ামী লীগ মা ও শিশু বিষয়ক সম্পাদক