Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২১ ১৪:১৮

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় একটি ছয় তলা বাড়ির ষষ্ঠ তলায় গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ মার্চ) রাত ১টায় ফতুল্লা থানার মাসদাইর পতেংগার মোড় এলাকায় নাসরিন আক্তারের মালিকানাধীন ছয় তলা বাড়ি হাজি ভিলার ষষ্ঠ তলার ভাড়াটে বাসিন্দার ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দগ্ধরা হলেন- মিশাল (২৮), তার স্ত্রী মিতা (২৪), তাদের মেয়ে আফসানা (৪) ও ছেলে মিনহাজ (১৮ মাস), মিশালের শ্যালক মাহফুজুল ইসলাম (১২) ও আরেক শ্যালক সাব্বির (১৬)।

দগ্ধ মিশালের ছোট বোন জামাই মো. নাইম জানান, মিশালের স্ত্রী ও তাদের ২ সন্তানসহ ৬ জন ফতুল্লার মাজদাইল বাজার এলাকায় একটি বাড়ির ৬ তলায় ভাড়া থাকেন। বাসার নিচ তলায় মিশাইলের গেঞ্জির কারখানা রয়েছে। রাতে তারা সবাই ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে মিশাল মশার কয়েল জ্বালাতে গেলে ম্যাচের কাঠি জ্বালাতেই লিকেজ থেকে রুমে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়।

গত এক মাস আগে পরিবারটি ষষ্ঠ তলায় তিন রুমের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে এই বাড়িতে বসবাস করে আসছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্বজনরা জানান, গ্যাসের চুলার লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ওই ফ্ল্যাটের বিভিন্ন রুমে তা জমাট বেঁধে থাকে। রাতে খাওয়ার পর মশার কয়েল জ্বালানোর উদ্দেশে আগুন জ্বালালে মূহুর্তের মধ্যে ঘরে আগুন ধরে যায় এবং অন্য রুমে ছড়িয়ে পড়ে। এসময় পরিবারের ছয়জন দগ্ধ হন।

নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, গত রাতেই তাদের এখানে নিয়ে আসা হয়। এদের মধ্যে মিনহাজ, মাহফুজুল,ও সাব্বির আইসিইউতে রয়েছে। বাকি ৩ জন সাধারণ ওয়ার্ডে আছে।

ডা. পার্থ শংকর পাল আরও জানান, মিশালের শরীরে ৯০ শতাংশ, মিতার ১৪, আফসানার ১০, মিনহাজের ৫০, মাহফুজুল ইসলামের ৮০ ও সাব্বিরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই গুরুতর। তবে আইসিইউতে যে তিনজন রয়েছেন তাদের অবস্থাও সঙ্কটাপন্ন।

সারাবাংলা/এসএসআর/এমও

দগ্ধ বাসায় আগুন

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর