Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যায্য মূল্য পেতে মেহেরপুরে তামাক চাষিদের অনশন

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২১ ১৮:২৮

ঢাকা: বিদেশি কোম্পানির আগ্রাসন থেকে দেশিয় তামাক শিল্পের অস্তিত্ব রক্ষা ও চাষীদের সুরক্ষাসহ তামাকের ন্যায্য মূল্যের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন মেহেরপুরের তামাক চাষিরা।

মঙ্গলবার (৯ মার্চ) সকালে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে দেশিয় তামাক চাষী কল্যাণ সমিতির ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।

অনশনে অংশ নেওয়া তামাকচাষীরা জানান, আগে ২৫-৩০টি দেশিয় কোম্পানি তাদের কাছ থেকে তামাক কিনত। আর এ তামাক দেশিয় বিড়ি শিল্পে ব্যবহৃত হত। কিন্তু দুটি বিদেশি কোম্পানির আগ্রাসনে টিকতে না পেরে অধিকাংশ দেশিয় কোম্পানি পুঁজি হারিয়ে বাজার ছেড়েছে। এই সুযোগে বিদেশি কোম্পানিগুলো ইচ্ছেমতো দামে তামাক কিনছে। ফলে বিদেশি কোম্পানির সিগারেট বাজারে বহুগুণে বৃদ্ধি পেয়েছে যা একসময় দেশিয় বিড়ির সমান ছিল। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে তামাকচাষীরা।

তারা আরও বলেন, দেশিয় বিড়িতে মাত্রাতিরিক্ত করারোপের ফলে বিড়ি মালিকরা টিকতে না পেরে কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে। কারখানা বন্ধ হওয়ায় চাষিরা তামাক বিক্রি করতে পারছে না। এতে একদিকে বিড়ি কারখানায় নিয়োজিত লাখ লাখ শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে অন্যদিকে তামাক চাষিরা পরিবার চালাতে হিমশিম খাচ্ছে।
অনশনে নেতৃত্ব দেন সংগঠনটির আহ্বায়ক আলমগীর হোসেন। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সদস্য ফজলুল হক প্রমুখ।

সারাবাংলা/ইএইচটি/এসএসএ

তামাক চাষি ন্যায্য মূল্য


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর