Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

সারাবাংলা ডেস্ক
৯ মার্চ ২০২১ ২০:৫৯

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষীপুর সদরের পশ্চিম নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রায় ২৯৮৭ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং ২৩০ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, বিআরটিএ’র প্রাক্তন চেয়ারম্যান ও পিআরএল’র অতিরিক্ত সচিব ড. মো. কামরুল আহসান, লক্ষীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, জেলা পুলিশ সুপার ড. এ. এইচ. এম. কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. আব্দুল গফ্ফার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

সারাবাংলা /এসএসএ

বিনামূল্যে চিকিৎসা সেবা যমুনা ব্যাংক ফাউন্ডেশন

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর