বান্দরবান: থানচি মাইক্রোবাস স্ট্যান্ডের বটগাছ তলা নামক স্থান থেকে ৩ কেজি ৭০০ গ্রাম আফিম জব্দ করেছে র্যাব ও বিজিবি। আটক আফিম ব্যবসায়ীর নাম লেংরাও ম্রো (১৯)। তিনি ধানচির ২নং তিন্দু ইউনিয়নের রেংবো পাড়ার রেংথোন ম্রোর ছেলে।
মঙ্গলবার (৯ মার্চ) দুপুর সাড়ে তিনটার দিকে থানচি মাইক্রোবাস স্ট্যান্ডের বটগাছ তলা নামক স্থানে অভিযান চালায় র্যাব ও বিজিবি।
স্থানীয় সোর্স এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, একটি প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো অবস্থায় ১১ প্যাকেটে ৩ কেজি ৭০০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।
এ বিষয়ে থানচি থানার উপপরিদর্শক (এস আই) শাওন বলেন, একজনকে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।