Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২১ ১৫:১৬

সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১০ মার্চ) দুপুরে পাগলা বাজারের ডাবর পয়েন্টে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত তিন জনের পরিচয় পাওয়া গেলেও বাকিরা দূর্ঘটনার পরপরই চিকিৎসার জন্য সিলেট, সুনামগঞ্জ ও কৈতক হাসপাতালে চলে যান।

পরিচয় পাওয়া আহতরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপুরের শাহেরা খাতুন (৪০), মিনারা খাতুন (৩৫) ও সুনামগঞ্জের শহিদুল ইসলাম (৪২)।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সুনামগঞ্জ থেকে ৪০ জন যাত্রী নিয়ে বিরতিহীন যাত্রীবাহী বাস (সিলেট-জ-১১-০৩৯০) সিলেট যাওয়ার পথে ডাবর পয়েন্টে একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গেলে বাসের চাকা রাস্তার নিচে পড়ে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

আহত যাত্রী মোস্তাক আহমেদ জানান, ভেবেছিলাম বাস যেভাবে খাদে পড়েছিল আর হয়ত বাঁচব না। কিন্তু অবশেষে শুধু আমি না বাসে থাকা ৪০ জন যাত্রী বেঁচে গেছি।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

সারাবাংলা /এসএসএ

বাস খাদে সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর