মৌসুম শেষের ব্যস্ততা
১১ মার্চ ২০২১ ০৯:৫২
অল্প জমিতে চাষাবাদ করে যাদের সারাবছরের খাবারের সংস্থান করতে হয়, তাদের সুযোগ নেই চাষের জমি পতিত রাখার। আশে পাশের কৃষকরা প্রায় মাস খানেক আগে থেকে বোরো ধানের আবাদ শুরু করেছেন। তবে, কিছু প্রান্তিক কৃষকদের অপেক্ষা করতে হয় জমিতে থাকা আলুর মৌসুম শেষ হওয়া পর্যন্ত। আগে আবাদ শেষ হতে হতে পেরিয়ে যায় বোরো মৌসুমের প্রায় এক মাস। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলা ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী