Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ায় স্কুলবাস খাদে, ২৭ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২১ ১৩:৫৯ | আপডেট: ১১ মার্চ ২০২১ ১৫:২৯

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় জাভা প্রদেশের সুমাদাং শহরের কাছে স্কুল শিক্ষার্থী এবং অভিভাবকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। আরও ৩৯ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্স।

স্থানীয় সময় বুধবার (১০ মার্চ) এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১১ মার্চ) ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিটনেসবিহীন বাসটিতে জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থী এবং তাদের অভিভাবক ছিলেন। উদ্ধারকারী সংস্থা এখনো অভিযান অব্যাহত রেখেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ মৃত্যু স্কুলবাস খাদে