‘বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে’
১১ মার্চ ২০২১ ১৮:১৬
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। স্কুলে নতুন নতুন ভবন নির্মাণ, উপবৃত্তি, বিনামূল্যে বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করছে। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে উপজেলার কালনী এলাকায় হিরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘রূপগঞ্জের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। উপজেলার সব স্কুল, মাদরাসা, কলেজেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রতিটি স্কুল, মাদরাসা, কলেজে নতুন নতুন ভবন হয়েছে।’ এসময় ‘মিড ডে মিল’ প্রকল্পের আওতায় মুজিব বর্ষে সারাদেশে শিক্ষার্থীদের দুপুরের টিফিন দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আওয়ামী লীগ সরকার কথায় নয়, উন্নয়নমূলক কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর থাকার ফলে পিছিয়ে পড়া এই রূপগঞ্জ উপজেলা আজ উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমান সরকারের আমলে রূপগঞ্জের দুটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ ভাবে জনগণের মাঝে থেকে উন্নয়নমূলক কাজ করে যেতে চাই।’
হিরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান, কালনী হিরনাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ মারফত আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক আব্দুল আজিজ, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন মহিলালীগের সভাপতি খাদিজা আক্তার রিনাসহ অনেকে।