Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে কমেছে বেশির ভাগ শেয়ারের দাম

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২১ ১৯:১৫

ঢাকা: পুঁজিবাজারে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। বৃহস্পতিবার (১১ মার্চ) দিনশেষে দেশের উভয় পুঁজিবাজারে বেশির ভাগ শেয়ারের দরপতনের পাশাপাশি কমেছে আর্থিক লেনদেন। তবে দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বাড়লেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কিছুটা সূচক কমেছে।

এদিকে, বৃহস্পতিবার (১১ মার্চ) দিনশেষে দেশের ডিএসই‘তে ৩৪৭টি কোম্পানির ২০ কোটি ১০ লাখ ৯৭ হাজার ৩১৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৫টি কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮০৯ কোটি ৫০ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিলো ৮৭৯ কোটি ৭৩ লাখ লাখ টাকা।

এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৮ পয়েন্টে নেমে আসে। এছাড়াও ডিএস-৩০ মূল্য সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ১৫৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ২৬৫ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে, অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২১৯টি কোম্পানির ৮৮ লাখ ৯৯ হাজার ৬৮২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৬৭টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ১৬ হাজার ১৬৪ পয়েন্টে নেমে আসে। এদিন সিএসইতে ৩৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ৬৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিলো।

সারাবাংলা/জিএস/এমও

ডিএসই শেয়ারের দাম সিএসই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর