Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঘের হাড়সহ গ্রেফতার চিনা নাগরিক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২১ ১৯:২৯

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল এলাকা থেকে বাঘের হাড়সহ গ্রেফতার শু শাংজি নামের এক চিনা নাগরিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে মামলাটির তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক সুমন পারভেজ আসামিকে আদালতে হাজির কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার এ আদেশ দেন।

বিজ্ঞাপন

তবে এদিন আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলো না।

এর আগে, গত ১০ মার্চ রাত ১১টার সময় বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ৬ নম্বর গেটের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন শাংজি। এই সময় তাকে আর্মড পুলিশ অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে তল্লাশি করে চারটি বাঘের হাড় পাওয়া যায়। দু’টি টি-ব্যাগ জোড়া লাগিয়ে টি-ব্যাগের সঙ্গে ফয়েল পেপারে মোড়ানো ছিল হাড়গুলো।

জিজ্ঞাসাবাদে শাংজি জানায়, মনসুর আলী নামে এক ব্যক্তির কাছ থেকে সে হাড়গুলো সংগ্রহ করেছে চিনে নিয়ে যেতে। তার সঙ্গে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের মুদ্রা ছিল।

এ ঘটনায় বিমানবন্দর থানায় তাকে সোপর্দ করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এআই/এমও

চিনা নাগরিক বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাঘের হাড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর