Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ দফা দাবিতে জনকণ্ঠের সাংবাদিক-কর্মচারীদের সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২১ ২০:৫৭

ঢাকা: চার দফা দাবিতে আবারও সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ‘জনকণ্ঠ ইউনিট’ এবং দৈনিক জনকণ্ঠ সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানীর ইস্কাটনের জনকণ্ঠ ভবনের তৃতীয় তলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জনকণ্ঠে কর্মরত দুই শতাধিক সাংবাদিক-কর্মচারীসহ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

সাংবাদিক-কর্মচারীদের কেউ পত্রিকার প্রকাশনা বন্ধের পক্ষে নয় জানিয়ে সমাবেশে সবার সম্মতিতে নেওয়া সিদ্ধান্তে বলা হয়, আগের মতো প্রতিযোগিতামূলক পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখার দাবি সবার। আগামী ১৫ মার্চের মধ্যে শ্রম আইন অনুযায়ী বঞ্চিতদের অষ্টম ওয়েজ বোর্ড হালনাগাদ, সব সাংবাদিক-কর্মচারীর প্রমোশন ও ইনক্রিমেন্ট বাস্তবায়ন করতে হবে।

অন্যায়ভাবে কোনো সাংবাদিক বা কর্মচারীকে ছাঁটাই করা যাবে না উল্লেখ করে তারা বলেন, জনকণ্ঠে কর্মরত সবাই অফিসের নিয়ম মেনে কাজ করতে বদ্ধপরিকর।

জনকণ্ঠ ইউনিট চিফ রাজন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাংবাদিক নেতা আতিকুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আসাদুজ্জামান, মীর লিয়াকত আলী, পলাশ চন্দ্র দাস, রশিদ মামুন, নিখিল মানকিন, নাজনীন বেগম, মিথুন আশরাফ, তৌফিক অপু, মলয় বিশ্বাস দেবনাথ, আনোয়ারুল ইসলাম সাজু, চঞ্চল ঘোষ, খন্দকার হাফিজুর রহমান বিপ্লবসহ অন্যরা।

সারাবাংলা/ইএইচটি/টিআর

দৈনিক জনকণ্ঠ সাংবাদিক-কর্মচারীদের সমাবেশ