নাইজেরিয়ার কলেজে বন্দুকধারীদের হামলা, ৩০ শিক্ষার্থী নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২১ ১৮:৩৭
১২ মার্চ ২০২১ ১৮:৩৭
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা প্রদেশের একটি কলেজে বন্দুকধারীদের হামলার পর সেখানকার ৩০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক নিরাপত্তা কর্মকর্তা স্যামুয়েল আরুবান। খবর রয়টার্স।
শুক্রবার (১২ মার্চ) এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফেডারেল কলেজ অব ফরেস্টি মেকানাইজেশনে একদল বন্দুকধারী হামলা চালায়। সেখানকার ২১০ শিক্ষার্থীর মধ্যে ১৮০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে নাইজেরিয়ার সেনাবাহিনী। কিন্তু, এখনো ৩০ শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে বন্দুকধারীরা শিক্ষার্থীদের অপহরণ করে নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে অধিকাংশকেই জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, অনেক সময় শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনাও ঘটছে।
সারাবাংলা/একেএম