নৌবাহিনীর বার্ষিক হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত
১২ মার্চ ২০২১ ২০:৫৮
চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ নৌবাহিনীর পাঁচ দিনব্যাপী বার্ষিক হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মার্চ) ছিল প্রতিযোগিতার সমাপণী দিন।
চট্টগ্রামে নৌবাহিনীর ঈসা খান আঞ্চলিক ক্রীড়া কমপ্লেক্সে বিএন ডকইয়ার্ডের ব্যবস্থাপনায় এই হকি প্রতিযোগিতা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাপণী দিনে ডকইয়ার্ডের কমডোর সুপারিনটেনডেন্ট রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। চূড়ান্ত খেলা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পাঁচদিনের প্রতিযোগিতায় নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৮টি দল অংশ নেয়। ঈসা খান ও কমখুল দলের মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ঈসাখান দল কমখুল দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। আর সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন ঈসা খান দলের লেফট্যানেন্ট মামুনুর রশিদ।
সারাবাংলা/আরডি/এমও