Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাপ্টেন আবিদের স্ত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি


২২ মার্চ ২০১৮ ১১:৪৮ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:২১

।।  স্টাফ করেসপন্ডেন্ট ।। 

ঢাকা:নেপাল উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল আলম এ তথ্য জানান। তিনি বলেন,

নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আফসানার অবস্থা আরও সংকটাপন্ন ও আশঙ্কাজনক।

তিনি জানান, গত কয়েকদিন থেকে আফসানা খানমের অবস্থা আশঙ্কাজনক। আজ সেই অবস্থার আরো অবনতি হয়েছে। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।

গত ১২ মার্চ নেপালের  কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়, তার পাইলট ছিলেন আবিদ সুলতান। এই দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন আবিদ  চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ  মারা যান। স্বামীর মৃত্যু  সংবাদ পাওয়ার পর গত ১৮ মার্চ ব্রেইন স্ট্রোক করেন আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম। এরপরেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

সারাবাংলা/জেজে/টিএম

আরও পড়ুন

৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ক্যাপ্টেন আবিদ সুলতানের স্ত্রী

গভীর কোমায় ক্যাপ্টেন আবিদের স্ত্রী আফসানা

‘ক্যাপ্টেন আবিদের স্ত্রী আফসানার অবস্থা সংকটাপন্ন’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর