Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্য ফেরতদের কোয়ারেনটাইন র‍্যাডিসন ব্লুতে ‘নিজ খরচে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২১ ২০:০৭ | আপডেট: ১৩ মার্চ ২০২১ ১৩:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: যুক্তরাজ্য ফেরত প্রবাসীদের নিজ খরচে বাধ্যতামূলক কোয়ারেনটাইনে রাখতে রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল নির্ধারণ করেছে সরকার। এক্ষেত্রে যারা সরকারিভাবে কোয়ারেনটাইন সেন্টারে থাকতে আগ্রহী হবে না তাদের নিজ খরচে এই হোটেলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১০ মার্চ) স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে পাঠানো হয়েছে এ চিঠি।

চিঠিতে জানানো হয়েছে, যুক্তরাজ্যে করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ধরন শনাক্ত হওয়ায় সারা বিশ্বের সঙ্গেই যুক্তরাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। বাংলাদেশে যেন ওই ভাইরাস না ছড়াতে পারে, সেজন্য বাংলাদেশেও কড়াকড়ি আরোপ করা হয় গত ডিসেম্বরে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, সে অনুযায়ী, যুক্তরাজ্য থেকে ফেরা যাত্রী, যারা সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইন সেন্টারে থাকতে আগ্রহী নন, তাদের জন্য নিজ খরচে  হোটেলে থাকার একটি সেবা মূল্যসহ নির্ধারণ করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সারাবাংলাকে বলেন, কোয়ারেনটাইন সেবার জন্য কয়েকটি হোটেল আবেদন করেছিল। আবেদনগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে এই হোটেল নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, দেশে বর্তমানে লন্ডনফেরত যাত্রীদের জন্য সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইন বাধ্যতামূলক। কোয়ারেনটাইন শেষে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার পর ফল নেগেটিভ হলে একজন যাত্রীকে আরও সাত দিন হোম কোয়ারেনটাইনে থাকতে বলা হয়। আর আর ফল পজেটিভ হলে তাকে হাসপাতালে আইসোলেশনের পাঠানো হয়।

সারাবাংলা/এসবি/এসএসএ

কোভিড-১৯ কোয়ারেনটাইন বিমান মন্ত্রণালয় যুক্তরাজ্য ফেরত র‌্যাডিসন ব্লু স্বাস্থ্য সেবা বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর