Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন নিয়ে আমরা স্বাস্থ্যবিধি মানছি না: স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২১ ১৬:২১

ঢাকা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন নিয়ে এখন মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, যা বিপদ ডেকে আনছে। এটা আশঙ্কাজনক। আমরা একটু বেপরোয়া হয়ে গেছি।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ দিন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে দেশের ৭০টি উপজেলা কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে করোনাভাইরাস যায়নি,সময় লাগবে। আমরা মাস্ক ব্যবহার করছি না, কম করছি। সামাজিক দূরত্ব বজায় রাখতে কুণ্ঠা বোধ করছি। অনেক বেশি সামাজিক অনুষ্ঠান করছি,যার মাধ্যমে সংক্রমণ আবার বেড়ে গেছে। ভ্যাকসিন নিয়ে আমরা আরও বেশি বেপরোয়া হয়ে গেছি।

তিনি বলেন, সংক্রমণ ঠেকাতে এরইমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার সারাদেশের বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করা হয়েছে। জেলা পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে। জেলার কমিটি যেন যথাযথ পদক্ষেপ নেয়। বিভিন্ন প্রোগ্রাম যেন সীমিত করে। যেগুলো না করলে সমস্যা হবে না সেগুলো যেন স্থগিত করে।

তিনি আরও বলেন, বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে কথা হয়েছে, তারা যেন তাদের হাসপাতালগুলো প্রস্তুত রাখে। হাসপাতালে যে বেড বরাদ্দ ছিল,সেগুলো আবারও প্রস্তুত রাখতে বলা হয়েছে। এছাড়া চিকিৎসার জন্য যা লাগে, সব ব্যবস্থা করা আছে।

দেশে জুন মাস নাগাদ কোভ্যাক্সের ভ্যাকসিন আসতে পাড়ে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্সের ভ্যাকসিন পাওয়ার অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ রয়েছে।  আগামী জুন নাগাদ এই আন্তর্জাতিক প্ল্যাটপর্ম থেকে ১ কোটি ৯ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে আসতে পারে। কিছু দেশকে কোভ্যাক্সের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আমাদের জানানো হয়েছে জুন মাসের আগে আমরা কিছু ভ্যাকসিন পাব। জুনের মধ্যে ১ কোটি ৯ লাখ ভ্যাকসিন দেওয়ার কথা। কিন্তু এখনও সঠিক ডেট দেয় নাই।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিনের দ্বিতীয় চালান এই মাসে আসতে পারে। এখন পর্যন্ত দেশে ৫৩ লাখেরও বেশি নিবন্ধন হয়েছে ভ্যাকসিন গ্রহণের জন্য। ৪১ লাখেরও বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। আনন্দের বিষয় হলো, যত মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে প্রত্যেকে সুস্থ আছেন। কোনো জায়গায় কোনো অঘটন ঘটেনি।

তিনি আরও বলেন, যেভাবে ভ্যাকসিনেশন হচ্ছে, এ পর্যন্ত ভালোই আছে। এই ভালোটা বজায় রাখতে চাই। ভ্যাকসিন যদি আমাদের হাতে বেশি আসে, সব শিডিউল ঠিক থাকে, তাহলে হয়তো বয়সের বিষয়ে চিন্তা করতে পারব। সরকার এখন যে ভ্যাকসিন দিচ্ছে এবং ভবিষ্যতে যা দেবে, তা পুরোটাই বিনা মূল্যে থাকবে।

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এবং আবাসিক ছাত্রদের টিকা দেয়া হবে জানিয়ে তিনি বলেন, ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি রয়েছে। এর আগেই শিক্ষার্থী ও শিক্ষকদের টিকা দেয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সারাবাংলা/এসবি/এসএসএ

কোভিড-১৯ কোভ্যাক্স ভ্যাকসিন মাস্ক পরা সংক্রমণ বৃদ্ধি স্বাস্থ্যবিধি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর