Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঝ বসন্তকে ছুঁয়ে গেল কোমল বৃষ্টি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২১ ১৭:৩৯

ঢাকা: ঋতুরাজ বসন্ত  প্রায় অর্ধেক বয়স পার করেছে এবার। আজ ২৮ ফাল্গুন। আর মাত্র দুইদিন পর রঙিন ফাগুন বিদায় নেবে। প্রকৃতির রূপ ও রঙকে মাতাল ফাগুন তুলে দেবে উগ্র চৈত্রের কাছে। বিদায় নেওয়ার সময় এসেছে ফাগুনের। হয়ত তাতে মন খারাপ। তাই তো ফাল্গুনের প্রথম বৃষ্টি বোধ হয় বিদায়ের কান্না হয়ে ঝরল প্রকৃতিতে।

শেষ ফাল্গুনকে ভালোবেসে শনিবার (১৩ মার্চ) ছুঁয়ে গেল এক পশলা কোমল বৃষ্টি। সেই সঙ্গে ছিল ধুলো ওড়া বাতাসের দাপটও। বিষণ্ন ধুলোগুলো উড়েছে ইচ্ছামতো।

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এই বৃষ্টির মুখোমুখি হয়েছিলেন রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা আনিস মণ্ডল। তিনি সারাবাংলাকে জানান, বৃষ্টি শুরু হওয়ার আগে কিছুক্ষণের জন্য ‘ধুলোঝড়’ ছিল। এরপর মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়।’

তিনি জানান, প্রায় ১৫ মিনিট একটানা বৃষ্টি ছিল। বৃষ্টিতে যানজট দেখা দেয়। গন্তব্যমুখি লোকজনও আটকা পড়েন। বৃষ্টি থেমে গেলে লোকজন আবার রওয়ানা দেন গন্তব্যে।

ফাগুনের প্রথম বৃষ্টি নিয়ে নিজের ভালো লাগার অনুভূতি জানান ঢাকায় কর্মরত সাংবাদিক সুমন ইসলাম। তিনি বলেন, ‘অফিসে যাওয়ার পথে আমিও ধুলো-বাতাস আর বৃষ্টির কবলে পড়েছি। আজ বেশ বৃষ্টি হয়েছে। অনেকদিন পর বৃষ্টির দেখা পেয়ে ভালো লাগল।’

এদিকে এখন চলছে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বইমেলার প্রস্তুতি। বাংলা একাডেমিতে চলছে স্টল নির্মাণের কাজ। এই বৃষ্টিতে কিঞ্চিত চিন্তা প্রকাশ করে বইমেলায় অংশ নিতে যাওয়া এক প্রকাশক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঝড়বৃষ্টি হচ্ছে বাইরে! স্টল সাজাতে হার্ডবোর্ড কিনে মেলা প্রাঙ্গণে পাঠালাম, টেনশন বাড়ছে! সব নষ্ট না হয়!’

সারাবাংলা/এএম/একে

টপ নিউজ বৃষ্টিপাত মাঝ বসন্ত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর