Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছয় দিনের সফরে ঢাকায় সুইডেনের মন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২১ ১৯:৩০

ঢাকা: সুইডেনের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী পের ওলসন ফ্রিধ ৬ দিনের সফরে (১৩ মার্চ থেকে ১৯ মার্চ) ঢাকা এসেছেন। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর দেশের বাইরে এটাই মন্ত্রী পের ওলসনের প্রথম সফর।

ঢাকা সফরে তিনি সরকারের একাধিক পর্যায়ের নীতি নির্ধারণী ব্যক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি সুইডেনের অনুদানে পরিচালিত দেশের বিভিন্ন জায়গায় মানবাধিকার কর্মসূচি এবং উন্নয়ন কাজ দেখবেন।

বিজ্ঞাপন

মন্ত্রী পের ওলসন ফ্রিধ বলেন, ‘সুইডেনের পক্ষে প্রথম দেশের বাইরে ঢাকা সফরে এসে রোমাঞ্চ অনুভব করছি। এই সময়টা বাংলাদেশের জন্য ঐতিহাসিক সময়। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ৫০ বছর ছাড়িয়েছে এবং সামনের দিনে আমরা আরও নতুন ক্ষেত্রে আমাদের সম্পর্ক শক্তিশালী করব।’

তিনি আরও বলেন, ‘করোনা সংক্রমণের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের বৈশ্বিক পরিবেশ আরও সবুজ এবং অন্তর্মুখী করা প্রয়োজন।’ সুইডেন এই বিষয়ে সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

সারাবাংলা/জেআইএল/এমও

ঢাকা সফর সুইডেন সুইডেনের মন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর