৩০ মিনিটের ঝড়ো বাতাসে লণ্ডভণ্ড করিম উৎসব
১৩ মার্চ ২০২১ ২০:২১
সুনামগঞ্জ: জেলার দিরাই উপজেলার উজান ধল গ্রামের উজান ধলের মাঠে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব শুরু হওয়ার কথা। কিন্তু ৩০ মিনিটের ঝড়ো বাতাস করিম উৎসবের সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে।
শনিবার (১৩ মার্চ) সন্ধ্যার পর থেকে করিম উৎসব শুরু হওয়ার কথা ছিল। শাহ আবদুল করিম পরিষদ ও ধল গ্রামবাসী দুই দিনের এই উৎসবের আয়োজন করে।
লোক উৎসবকে কেন্দ্র করে উজান ধলের মাঠের মাঝখানে চারদিকে প্যান্ডেল করে মঞ্চ তৈরি করা হয়েছে। দুই দিনব্যাপী লোক উৎসবকে কেন্দ্র করে মাঠের চারপাশে সাজিয়ে-গুছিয়ে বসেছে নানা রকমের দোকান। কিন্তু শনিবার ৬টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলা ঝড়ো বাতাস সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে।
ঝড়ো বাতাস শুরু হওয়ার সাথে সাথে মঞ্চের চারদিকের প্যান্ডেল চিড়ে পড়ে যায়, এমনকি মেলায় বসা বেলুন, পান সুপাড়ির দোকান ও হোটেল উড়িয়ে নিয়ে যায়।
সিলেট থেকে আসা রানা মিয়া জানান, আমি সিলেট লালা বাজার থেকে এখানে দুই দিনব্যাপী লোক উৎসবে চটপটির দোকান দিয়েছি। কিন্তু হটাৎ করে ঝড়ো হাওয়া শুরু হওয়ায় আমার সব কিছু উড়িয়ে নিয়েছে। এখন আমি কি করব বুজতে পারছি না। লাভের আশায় এসে ক্ষতি হয়ে গেল।
গণিগঞ্জ থেকে আসা সুজন মিয়া জানান, প্রতি বছর আমি আব্দুল করিম লোক উৎসবে এসে বেলুন বিক্রি করে অনেক টাকা লাভ করি। সেই আশায় আজকে লোক উৎসবে ছয় হাজার টাকার বেলুন নিয়ে এসেছিলাম। দোকানের চারদিকে বেলুন সাজিয়ে রেখেছিলাম। কিন্তু হটাৎ করে ঝড়ো হাওয়া এসে আমার চার হাজার টাকার বেলুন উড়িয়ে নিয়েছে।
দিরাই থেকে আসা মমজাত আলী জানান, আমার পানের দোকান উড়ে গেছে, এখন আমার কি হবে।
শাহ আব্দুল করিমের পুত্র শাহ নুর জালাল জানান, হটাৎ করে ঝড়ো হাওয়া শুরু হয়েছে। ঝড়ো হাওয়া কমলে উৎসব হবে কি না তা জানানো হবে।
সারাবাংলা/এনএস