করোনা মোকাবিলায় মন্ত্রিপরিষদের নতুন নির্দেশনা
১৪ মার্চ ২০২১ ১০:৫৫
ঢাকা: হঠাৎ করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় নতুন আতংকের মধ্যে সর্বস্তরে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরইমধ্যে নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠানো হয়েছে।
শনিবার (১৩ মার্চ) পাঠানো ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি করোনা সংক্রমন এবং মৃত্যু হার কয়েক মাসের তুলনায় কিছুটা বেড়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে সর্বস্তরে মাস্ক ব্যবহার নিশ্চিতকরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। এই পরিস্থিতিতে বিষয়টি মনিটরিংয়ের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও ইউএনওদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনার ভিত্তিতেই মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে মাস্ক ব্যবহার নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষকে নতুন করে তাগিদ দেওয়া হয়েছে।
সারাবাংলা/জেআর/একেএম
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান কোভিড-১৯ জেলা প্রশাসক নভেল করোনাভাইরাস বিভাগীয় কমিশনার মন্ত্রিপরিষদ