লালমনিরহাটে তামাক চাষীদের অনশন
১৪ মার্চ ২০২১ ১৮:৫৬
ঢাকা: বিদেশি কোম্পানির আগ্রাসন থেকে রক্ষা করে শতভাগ দেশীয় মালিকানাধীন তামাক শিল্প রক্ষা ও তামাক চাষীদের সুরক্ষার দাবিতে অনশন করেছেন লালমনিরহাটের তামাক চাষীরা।
রোববার (১৪ মার্চ) লালমনিরহাটে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি এ অনশন করে। অনশনের কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমিতির জেলা শাখার আহবায়ক মো. ওয়াহেদ আলী।
এসময় বক্তারা বলেন, বিদেশি সিগারেট কোম্পানির আগ্রাসনে দেশীয় কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর নির্ধারণে দেশীয় ও বিদেশি সিগারেটে কর হার একই কাতারে আনায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। এতে দেশের বিড়ির কারখানাগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। বেকার হয়ে পড়ছে লাখ লাখ বিড়ি শ্রমিক। দেশীয় চাষি ও শ্রমিকদের কথা বিবেচনা করে অবিলম্বে প্রধানমন্ত্রী ঘোষিত ২০১৮সালের নীতিমালা বাস্তবায়নের দাবি জানান তারা।
পরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন তামাক চাষীদের দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করে ফলের জুস ও পানি পান করিয়ে অনশন ভাঙান।
সারাবাংলা/ইএইচটি/এসএসএ