Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার ভ্যাকসিন নিলে রোজা ভাঙবে না

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২১ ১৪:১১ | আপডেট: ১৫ মার্চ ২০২১ ১৪:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসের ভ্যাকসিন নিলে রোজা ভাঙবে না বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ফলে রোজাদার ব্যক্তিরাও করোনা প্রতিরোধে ভ্যাকসিন নিতে পারবেন।

রোববার (১৪ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (১৫ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান এর সভাপতিত্বে দেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সমন্বয়ে মতবিনিময় সভায়, পবিত্র রমযান মাসে কোভিড-১৯ এর চলমান টিকা কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয় এবং দেশের জনগণের স্বাস্থ্য নিরাপত্তা ও জীবন রক্ষার স্বার্থে করোনার টিকা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

বিজ্ঞাপন

আলোচনায় উপস্থিত আলেম সমাজ সর্বসম্মতভাবে একমত পোষণ করেন যে, যেহেতু করোনা ভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালী ও পাকস্থলিতে প্রবেশ করে না, সেহেতু রমযান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় শরীরে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলে রোযা ভঙ্গ হবে না।

উল্লেখ্য যে, এ মর্মে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমগণও একইমত দিয়েছেন যে, রোযা রেখে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করা যাবে।

সারাবাংলা/জেআর/একে

করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর