Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ৩৫টি সুন্ধি কচ্ছপ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২১ ১৪:৪৮

বগুড়া: বগুড়ায় বিক্রির সময় ৩৫টি বিলুপ্তপ্রায় সুন্ধি কচ্ছপ উদ্ধার করেছে সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন ‘তীর’। সোমবার (১৫ মার্চ) সকাল ৯টায় শহরের তিনমাথা এলাকা থেকে বন বিভাগের সহযোগিতায় ওই কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় দু’জন বিক্রেতাকে আটক করা হয়েছে। আটকরা হলেন- বগুড়ার রফিকুল ইসলাম ও গোবিন্দ চন্দ রায়।

তীরের সাবেক সভাপতি ও উপদেষ্টা আরাফাত রহমান জানান, কচ্ছপ উদ্ধারের সময় বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক, তীরের বর্তমান সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক রিফাত হাসান, সাংগঠনিক সম্পাদক হোসেন রাহমান উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, বিক্রির সময় শহরের তিনমাথা এলাকা থেকে হাতেনাতে কচ্ছপ বিক্রেতাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা দুই বস্তায় ৩৫টি বিলুপ্ত প্রায় সুন্ধি কাছিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৩৫টি কাছিমের ওজন ৩৭ কেজি। এ ঘটনায় বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এমও

কচ্ছপ সুন্ধি কচ্ছপ


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর