ময়মনসিংহ: করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ময়মনসিংহ নগরীর বিভিন্নস্থানে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করেছে জেলা পুলিশ।
সোমবার (১৫ মার্চ) দুপুরে নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে করোনা মোকাবিলায় সুরক্ষা সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ আহামার উজ্জামান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান মিয়া ও জয়িতা শিল্পী, কোতোয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার, জেলা গোয়েন্দা পুলিশ কর্মকর্তা শাহ কামাল আকন্দসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে পুলিশ সুপার পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।