Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১৯ মার্চেই ৪১তম বিসিএস প্রিলিমিনারি’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২১ ১৮:৪৮ | আপডেট: ১৫ মার্চ ২০২১ ২০:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধির কারণে চাকরি প্রার্থীদের একাংশ ১৯ মার্চ অনুষ্ঠিত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে। তবে সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ১৯ মার্চেই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আছে। এখন পর্যন্ত পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার (১৫ মার্চ) পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১৯ মার্চ এই পরীক্ষা নেওয়া হবে।’

এদিন রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করে পরীক্ষার্থীদের একাংশ। তাদের দাবি, ৪১তম বিসিএস পরীক্ষার তারিখ পিছিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজের হল খোলা ও করোনার ভ্যাকসিন কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে পুননির্ধারণ করতে হবে।

বিজ্ঞাপন

তবে পিএসসির যুক্তি- এমনিতেই চারটি বিসিএসের জট লেগেছে। এছাড়া এই পরীক্ষাটি শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে না; দেশের বিভিন্ন এলাকায় হবে। স্বাস্থ্যওবিধিও কঠোরভাবে মেনে পরীক্ষাটি নেওয়া হবে। সার্বিক দিক বিবেচনায় কমিশন পরীক্ষাটি নির্ধারিত সময়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, এবার ৪১তম বিসিএসে আবেদন করেছেন প্রায় পৌনে পাঁচ লাখ চাকরিপ্রার্থী।

সারাবাংলা/এসবি/পিটিএম

১৯ মার্চ ৪১তম বিসিএস টপ নিউজ পিএসসি চেয়ারম্যান প্রিলিমিনারি পরীক্ষা

বিজ্ঞাপন

সবজির বাজার চড়া
৪ জুলাই ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর