পি কে হালদারের বান্ধবী রুনাইসহ ৩ জন রিমান্ডে
১৬ মার্চ ২০২১ ১৯:১৭
ঢাকা: এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাইসহ তিনজনের ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে শুনানি শেষে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম এ আদেশ দেন।
অপর দুই আসামি হলেন, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী।
এসময় মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে প্রত্যেকের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার বিকেলে মতিঝিল এলাকা থেকে দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে। বছরের শুরুতে করা ৭০ কোটি ৮২ লাখ টাকার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সব মিলিয়ে গ্রেফতার হলো মোট ১০জন।
সারাবাংলা/এআই/এসএসএ