Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ১ লাখ জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২১ ২১:৫০

গাজীপুর: জেলার মহানগরের পূবাইল থানাধীন ৪১নং ওয়ার্ডের খোকন ফিলিং স্টেশনকে অকটেন-ডিজেল এবং পেট্রোলে পরিমাপে কম দেওয়ায় এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে টঙ্গী-পূবাইল মহাসড়কের কলেজগেট এলাকায় অভিযান পরিচালনাকালে ফিলিং স্টেশনটিকে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক-উর রহমান ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন ঢাকা পরিদর্শকের যৌথভাবে এই অভিযান চালায়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে মাপে কম দেওয়ার ঘটনা হাতেনাতে ধরা পড়ায় খোকন ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করে নগদ অর্থ আদায় করা হয়।

খোকন ফিলিং স্টেশনকে নিম্নমানের জ্বালানি তেল বিক্রি, মাপ ও ওজনে কম দেওয়ার দায়ে আগেও জরিমানা করা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

সারাবাংলা/এনএস

ফিলিং স্টেশন ভ্রাম্যমাণ আদালতের জরিমানা মাপে কম