Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাত্রি শেষের মাছ বাজার


১৭ মার্চ ২০২১ ১৮:১৯

প্রতিদিন ভোরে মাছের পাইকারি বাজার বসে রাজধানীর কারওয়ান বাজারে। প্রায় সব জাতের মাছ পাওয়া যায় সেখানে। তবে কিনতে হয় পাল্লা দরে। প্রতি পাল্লায় থাকে পাঁচ কেজি। যদি কারও এতবেশি মাছের দরকার না হয়ে থাকে তাহলে তারা  কয়েকজন মিলে পাল্লাদরে মাছ কিনে ভাগাভাগি করে নেন। মাছ কেনার পাশাপাশি কেটেকুটে পারিষ্কার করে নেওয়ারও ব্যবস্থা আছে। ছবি: হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর