Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিএমইএ’র উদ্যোগে এতিমখানায় খাবার বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২১ ০৩:১৪

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ’র উদ্যোগে ঢাকার ১২টি এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে। একইসঙ্গে এতিমখানাগুলোতে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিএমইএ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, খাবার বিতরণ করার সময় এতিমখানাগুলোতে বিজিএমইএ’র বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

যেসব এতিমখানায় দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে তার মধ্যে রয়েছে — ভাষানটেক জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদরাসা ও এতিমখানা, দারুস সালাম হোসাইনিয়া মাদরাসা, দারুল উলুম মাদরাসা, জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম, বাইতুল মোশাররফ এতিমখানা ও মাদরাসা, জামিয়া আরাবিয়া আস্রাফিয়া এতিমখানা ও মারাসা।

এতিমখানাগুলোর মধ্যে আরও রয়েছে— দারুল উলুম নুরবাগ এতিমখানা ও মাদরাসা, আজিমপুর শিশু নিবাস, দারুর রাসাদ মাদরাসা, উলুদাহা সুলতানিয়া কওমি মাদরাসা, ফয়জুল উলুম এতিমখানা ও দারুস সালাম মহিলা মাদরাসা।

ভাটারার দারুস সালাম হোসাইনিয়া মাদরাসায় বিজিএমইএ’র সিনিয়র সহসভাপতি ফয়সাল সামাদ, সহসভাপতি (অর্থ) এম এ রহিম (ফিরোজ) ও পরিচালক এনামূল হক খান (বাবলু) এতিমদের সঙ্গে দিনের অনেকটা সময় কাটান এবং তাদের নিয়ে নিয়ে এক দোয়া মাহফিলে অংশ নেন।

বিজিএমইএ নেতারা এতিমদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনের জন্য নিজেদের সুনারিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সারাবাংলা/ইএইচটি/টিআর

এতিমখানা খাবার বিতরণ বিজিএমইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর