সন্ত্রাস-জঙ্গিবাদে ‘জিরো টলারেন্স’ বাংলাদেশের
১২ ডিসেম্বর ২০১৭ ০৯:৫১
স্টাফ করেসপন্ডেন্ট
নিউইয়র্কের ম্যানহাটনে বোমা হামলার নিন্দা জানিয়ে যে কোন ধরনের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছে বাংলাদেশ।
সোমবার সকালে নিউইয়র্কের ট্রানজিট বাস স্টেশন পোর্ট অথরিটিতে ওই ঘটনার পর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে তাৎক্ষণিক দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসীদের কোন ধর্ম কিংবা জাতি নেই। তারা সন্ত্রাসীই। তাদের অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।’
‘সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের যে জিরো টলারেন্স নীতি, তার প্রতি অঙ্গীকার থেকে বাংলাদেশ বিশ্বের যে কোনো প্রান্তে সন্ত্রাস ও উগ্রবাদের নিন্দা জানায়। নিন্দা জানায় সোমবার সকালে নিউইয়র্ক শহরের এই ঘটনায়ও’ বলা হয় বিবৃতিতে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টাম শামীম আহমেদ এই বিবৃতি পাঠান।
সোমবার সকালে ওই বিস্ফোরণের পর আকায়েদ উল্লাহ নামে ২৭ বছর বয়সী এক যুবককে আহত অবস্থায় গ্রেফতার করে পুলিশ। তিনি একটি পাইপ বোমার বিস্ফোরণ ঘটিয়ে ছিলেন। যুবকটি বাংলাদেশি। সাত বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন তিনি। থাকেন নিউইয়র্কের ব্রুকলিনে। তিনি ট্যাক্সি চালক ছিলেন।
ঢাকা থেকে পাওয়া তথ্যে জানা গেছে ছেলেটির বাড়ি চট্টগ্রামে।
সারাবাংলা/ এমএইচটি/একে/এমএম