ভোলা: জেলায় বাবা হত্যা মামলায় ছেলে আবু সায়েদ ওরফে সাঈদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে ভোলা জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হক পেনাল কোডের ৩০২ ধারা মোতাবেক এ আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষ মোট ১০ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করেন। তাদের সাক্ষ্য পর্যালোচনা করে আসামি আবু সায়েদ ওরফে সাঈদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। আদালত পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারা মোতাবেক ফাঁসির আদেশ দেন।
মামলায় আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে জানান, আসামি ন্যায়বিচার পায়নি। তাই আমরা উচ্চ আদালতে যাবো।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন জানান, দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর মামলাটি বিচারকার্য পরিচালনার পর আজ একটি ঐতিহাসিক রায় হয়েছে। রায়ে আমরা খুশি।
উল্লেখ্য, আসামি আবু সায়েদ গত ২০১৭ সালের ২৩ আগস্ট বিকেলে তার বাবা আব্দুল মুনাফ সাজিকে লোহার সাবল দিয়ে মাথায় আঘাত করে। পরে বরিশাল থেকে ২৪ আগস্ট ঢাকায় নেওয়ার পথে আব্দুল মুনাফ সাজির মৃত্যু হয়। পরে ২৫ আগস্ট নিহতের অপর ছেলে আব্দুর রব বাদী হয়ে আবু সায়েদের বিরুদ্ধে ভোলা থানায় হত্যা মামলা দায়ের করেন।