Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২১ ১৬:২৪

ঢাকা: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি বাংলা একাডেমি বইমেলা প্রান্তে যুক্ত হন। প্রধানমন্ত্রীর পক্ষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বিজয়ীদের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। ১০টি ভিন্ন বিভাগে অবদানের জন্য ১০ জনকে এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। এ পুরস্কারের অর্থমূল্য ৩ লাখ টাকা।

এ বছর যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন- কবিতায় মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধ/গবেষণায় বেগম আকতার কামাল, অনুবাদে সুরেশরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর বিভাগে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।

সারাবাংলা/এনআর/এমআই

টপ নিউজ বাংলা একাডেমি শেখ হাসিনা


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর