ঢাকা: শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের জন্য সারাদেশে ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৮৫ হাজার ল্যাপটপ কেনার প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (১৮ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের জন্য যে ৮৫ হাজার ল্যাপটপ কেনা হচ্ছে। এসব ট্যাপটপ সরবরাহ করবে টেলিফোন শিল্প সংস্থা (টেসিস)।
তিনি বলেন, ‘৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৫ হাজার ওয়েব ক্যামেরা, ৫ হাজার রাউটার এবং ৫ হাজার নেটওয়ার্ক সুইচসহ অন্যান্য আইটি সামগ্রী সংগ্রহ, সরবরাহ ও স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এসব কেনাকাটায় মোট ব্যয় হবে ৪৮৭ কোটি ২১ লাখ ৭ হাজার ৭৯১ টাকা।’
মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার বলেন, ‘বৃহস্পতিবারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য একটি এবং ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য পাঁচটি প্রস্তাব উত্থাপন করা হয়। এসব প্রস্তাবের তথ্য যোগাযোগ প্রযুক্তি ও গৃহায়ণ মন্ত্রণালয়ের দুটি প্রস্তাবের আলোচনা করা হয়েছে এরং বাকি প্রস্তাবগুলো পরবর্তীতে আলোচনা করা হবে।’
তিনি বলেন, ”তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর কর্তৃক ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য ৮৫ হাজার ল্যাপটপ কেনা হবে। এছাড়া ৫ হাজার ওয়েব ক্যামেরা, ৫ হাজার রাউটার এবং ৫ হাজার নেটওয়ার্ক সুইচসহ অন্যান্য আইটি সামগ্রী সংগ্রহ, সরবরাহ ও স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এসব কেনাকাটায় মোট ব্যয় হবে ৪৮৭ কোটি ২১ লাখ ৭ হাজার ৭৯১ টাকা। এ প্রকল্পটি উদ্যোগ মন্ত্রণালয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। বাস্তবায়নকারী সংস্থা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এবং টেলিফোন শিল্প সংস্থা এ ল্যাপটপ কেনাকাটার কাজটি পেয়েছে।’
উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সারাদেশে আইসিটি শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রকল্পটি গত বছর জুলাই মাসে একনেকে পাশ হয়। এ ডিজিটাল ল্যাবের প্রতিটিতে একটি ল্যাপটপ, একটি ওয়েব ক্যামেরা, রাউটার, নেটওয়ার্ক সুইচ, একটি টেবিল (ইন্সট্রাক্টর) একটি চেয়ার (ইনস্টাক্টর), ১৬টি টেবিল ও ৩২টি চেয়ার থাকবে।