সকাল সাড়ে ৮টার মধ্যে বিসিএস পরীক্ষার্থীদের কেন্দ্রে থাকার অনুরোধ
সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২১ ১৮:৫৬
১৮ মার্চ ২০২১ ১৮:৫৬
ঢাকা: ৪১তম বিসিএস পরীক্ষার্থীদের শুক্রবার সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ক্ষুদে বার্তা দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির ওই বার্তায় বলা হয়, শুক্রবার (১৯ মার্চ) বিদেশি ভিভিআইপিদের গমণাগমনের জন্য মহানগরের বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। যানজট বিবেচনায় বিসিএস পরীক্ষার্থীদের শুক্রবার সকাল সাড়ে ৮টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানানো হয়।
সারাবাংলা/ইউজে/এমও