ঢাকা: স্থগিত হয়ে যাওয়া দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তফসিল অনুযায়ী আগামী ৩১ মার্চ এই পৌরসভায় ভোট নেওয়া হবে। পৌরসভার ভোটারদের ভোট দিতে হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।
বৃহস্পিতবার (১৮ মার্চ) ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই তফসিল ঘোষণা করা হয়।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি এই পৌরসভা নির্বাচনে ভোট নেওয়ার কথা ছিল। তবে ঋণখেলাপি হওয়ার কারণে নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফারীন হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তিনি হাইকোর্টে আপিল করে প্রার্থিতা ফেরত পান। পরে হাইকোর্টের আরেকটি শুনানিতে তার প্রার্থিতা স্থগিত হয়। ফলে কমিশন এই নির্বাচন স্থগিত করে।
পৌরসভাটির নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী, দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচন যে অবস্থায় স্থগিত করা হয়েছিল, সেই অবস্থা থেকেই নির্বাচন হবে। এর আগে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তাদের প্রার্থিতা বহাল থাকবে। নতুন করে কেউ আর মনোনয়নপত্র দাখিল করতে পারবেন না।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি ইসির এক প্রজ্ঞাপনে দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়। এই নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ৩১ মার্চ। ভোট নেওয়া হবে ইভিএম ব্যবহার করে।