Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার কাউন্সিলের নির্বাচন ২৫ মে

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২১ ০০:৪৩

ফাইল ছবি

ঢাকা: দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন আগামী ২৫ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বার কাউন্সিল চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিনের সই করা তফসিল অনুযায়ী, এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল। এরপর মনোনয়নপত্র বাছাই হবে ১১ এপ্রিল। বাছাইয়ে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ এপ্রিল। ভোটগ্রহণ হবে ২৫ মে।

বিজ্ঞাপন

‘বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার-১৯৭২’ অনুযায়ী প্রতি তিন বছরে একবার বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়।

বার কাউন্সিলের মোট সদস্য ১৫ জন। অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ভোটের মাধ্যমে বাকি ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।

এই ১৪ জনের মধ্যে আইনজীবীদের ভোটে সাধারণ আসনে সাত জন এবং আঞ্চলিকভাবে গ্রুপ আসনে সাত জন আইনজীবী সদস্য নির্বাচিত হন। নির্বাচিত ১৪ সদস্যের মধ্যে থেকে সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতে একজনকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

বর্তমানে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

সারাবাংলা/কেআইএফ/টিআর

বার কাউন্সিল বার কাউন্সিল নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর