Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাল্যবিয়ের আয়োজন: বাবার কারাদণ্ড, মায়ের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২১ ১৫:৪৪

বরিশাল: জেলার উজিরপুরে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টার দায়ে তার বাবাকে ৭ দিনের কারাদণ্ড এবং মাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামে এই ঘটনা ঘটে।

সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী জানান, নরসিংহা গ্রামে বাল্যবিবাহ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা পেয়ে বাল্যবিবাহ আয়োজনের অপরাধে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০০৭’ এর আওতায় মেয়ের বাবা কালাম ফকিরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মেয়ের মা লতিফা বেগমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একইসঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ওই মেয়ের বিয়ে না দেয়ার জন্য মুচলেকা দেন তারা।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

কারাদণ্ড জরিমানা বাল্যবিয়ে

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর