চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে জমিতে পড়ে থাকা এক পা উদ্ধার করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে।
শুক্রবার (১৯ মার্চ) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ছাপাছড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আবুল বাশারের (৪৫) বাড়ি ছাপাছড়ি গ্রামে এবং তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য বলে স্থানীয়রা জানিয়েছেন।
বাঁশখালী থানার ওসি শফিউল কবির বলেন, ‘রাতে বাজার করে বাড়ি ফেরার পথে তাকে আটকায় একদল দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। গুরুতর আহত আবুল বাশারকে পরিবারের সদস্য ও স্থানীয়রা মিলে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে যান উল্লেখ করে তিনি বলেন, ‘বিচ্ছিন্ন দুই পায়ের মধ্যে একটি দুর্বৃত্তরা নিয়ে গিয়েছিল। সকালে একটি পা ঘটনাস্থলের পাশে জমিতে পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, পূর্বশত্রুতার জেরে তাকে খুন করা হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছি।’