ট্রাক্টরের ট্রলির চাপায় চালকের মৃত্যু
২০ মার্চ ২০২১ ১৯:০১
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা শহরের একটি গ্যারেজে ট্রাক্টরের ট্রলি মেরামত করতে গিয়ে ট্রলি চাপায় চালক হুসাইন আলি (১৭) নিহত হয়েছেন। শনিবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুসাইন আলি উপজেলার কাদিপুর গ্রামের পুলপাড়ার মরহুম মহব্বত আলীর ছেলে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে আব্দুল খালেক জানান, হুসাইন আলি দামুড়হুদার মাসুম রেজার ট্রাক্টর চালাতেন। এদিন বাসস্ট্যান্ডে আলমগীরের গ্যারেজে হাইড্রোলিক উঠিয়ে তার নিচে ট্রলি মেরামতের কাজ করছিলেন হুসাইন আলি। এ সময় অসাবধানতাবসত হাইড্রোলিকের স্প্রিং কেটে গেলে ট্রলিটি তার শরীরের ওপর পড়ে। এতে তার মাথা গুরুতর আঘাত পান তিনি। এ সময় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে হুসাইন আলির মৃত্যু হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উৎপলা বিশ্বাস তার মৃত্যু নিশ্চিত করেন। নিজে কাজ করতে গিয়ে মারা যাওয়ার কারণে এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় লাশের ময়না তদন্ত ও মামলা হয়নি বলেও জানিয়েছেন অফিসার ইনচার্জ আব্দুল খালেক।
সারাবাংলা/এনএস