Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়ায় সুনামগঞ্জে হামলা’

সারাবাংলা ডেস্ক
২০ মার্চ ২০২১ ২০:২৯

চট্টগ্রাম ব্যুরো: সুনামগঞ্জের শাল্লায় ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাড়িঘরে হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে মানববন্ধন করেছে ছাত্রলীগ। এতে বক্তারা বলেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়ায় সুনামগঞ্জে হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (২০ মার্চ) বিকেলে নগরীর কালামিয়া বাজারে বাকলিয়া থানার বিভিন্ন ওয়ার্ডের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি হয়েছে।

এতে একাত্মতা জানিয়ে দেওয়া বক্তব্যে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে স্বাধীনতাবিরোধী ধর্মান্ধ শক্তির নতুন করে উত্থান হয়েছে। সুনামগঞ্জের সাম্প্রদায়িক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যারা মুজিব ভাস্কর্য নিয়ে রাস্তা গরম করেছিল, যারা মুজিবের ভাস্কর্যকে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার ঘোষণা দিয়েছিল, তারাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে আবারও মাঠে নেমেছে। সেই বাবুনগরী ও মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল, কিন্তু তাদের গ্রেফতার করা হয়নি। অথচ মামুনুলের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় হিন্দু সম্প্রদায়ের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে এভাবে প্রশ্রয় দেওয়ার কারণে তারা সুনামগঞ্জে হামলার সাহস পেয়েছে।’

বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা ইসমাইল উদ্দিন রুবেলের সভাপতিত্বে ও মানববন্ধন সঞ্চালনা করেন পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি মিসবাহ উদ্দিন বাপ্পী।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সহসভাপতি ফারুক ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা এস এম মবিনুল হক, আবদুল্লাহ তানিম চৌধুরী, জয় শংকর সরকার, পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক, সহসভাপতি ওয়াহেদ মিজান, সম্পাদকমণ্ডলীর সদস্য মুহাম্মদ সাজ্জাদ হোসাইন বাপ্পী, মুহাম্মদ নাঈম, মুহাম্মদ আরাফাত, মুহাম্মদ আমজাদ হোসাইন, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইনজামুল হক ইমু, ঐশিক পাল জিতু, সাফায়াত নেওয়াজ রোকন, মিজানুর রহমান মিনহাজ, ইয়াসির আরাফাত মুন্না, শহিদ চৌধুরী বাচ্চু, রায়েজ খান, আল আমিন, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মাইমুন উদ্দিন মামুন, হারুন-অর রশীদ হৃদয়, তৌহিদুল হক কায়ছার।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিআর

চট্টগ্রাম ছাত্রলীগ ছাত্রলীগ মানববন্ধন

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর