Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেড অরিজিনের গিফট কার্ড কেনা যাবে ইভ্যালিতে

সারাবাংলা ডেস্ক
২১ মার্চ ২০২১ ১২:৩৭

ঢাকা: দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেডের সঙ্গে যুক্ত হলো পারটেক্স ফ্যাশন লিমিটেডের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড রেড অরিজিন। এখন থেকে রেড অরিজিনের গিফট কার্ড আকর্ষণীয় ছাড়ে কিনতে পারবেন ইভ্যালির গ্রাহকরা।

এই গিফট কার্ড দিয়ে গ্রাহকেরা দেশজুড়ে রেড অরিজিনের সকল আউটলেট থেকে পোষাক ও জুতাসহ অন্যান্য লাইফস্টাইল পণ্য কিনতে পারবেন। শনিবার (২০ মার্চ) ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং পারটেক্স ফ্যাশন লিমিটেডের নির্বাহী পরিচালক এম এম নুরুন নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন৷

অনুষ্ঠানে ইভ্যালির ক্যাটাগরি হেড মোহাম্মদ আবু তাহের সাদ্দাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সালমা হামিদ ঈশিতা, ভেন্ডর ম্যানেজার ইলমা আলী এবং পারটেক্স ফ্যাশন লিমিটেডের জেনারেল ম্যানেজার লুৎফর রহমানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএসএ

ইভ্যালি গিফট কার্ড রেড অরিজিন