Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক্সিম ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২১ ২২:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: এক্সিম ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার (২১ মার্চ) বিএসইসির নিয়মিত কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিএসইসি জানায়, এক্সিম ব্যাংকের বন্ডটি আনসিকিউরড ও কন্টিনজেন্ট-কনভার্টেবল ব্যাসেল ৩ কম্প্লেইন্ট বন্ড। এটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, ট্রাস্টসহ অন্যান্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এই বন্ডটির কুপন হার হবে ৬-১০ শতাংশ।

বিজ্ঞাপন

সূত্র জানায়, বন্ডটি ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ব্যাংকটির এডিশনাল টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি এবং অ্যারেঞ্জার গ্রিণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস।

সারাবাংলা/জিএস/পিটিএম

এক্সিম ব্যাংক বন্ড অনুমোদন বিএসইসি

বিজ্ঞাপন

সবজির বাজার চড়া
৪ জুলাই ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর