৫ ঘণ্টা পর ফের কোয়ারেনটাইনে লন্ডন ফেরত সেই ৯ জন
২১ মার্চ ২০২১ ২৩:৩৬
ঢাকা: ১৮ মার্চ যুক্তরাজ্য থেকে বাংলাদেশের সিলেটে আসার পরে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে পাঠানো হয় একই পরিবারের ৯ প্রবাসী বাংলাদেশিকে। সিলেট শহরে হোটেল ব্রিটানিয়ায় দুটি কক্ষে কোয়ারেনটাইনে ছিলেন তারা। ২১ মার্চ জানা যায় তারা সেখানে নেই। পরে প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে তাদের আবার কোয়ারেনটাইনে ফিরিয়ে এনেছে সিলেট মহানগর পুলিশ।
রোববার (২১ মার্চ) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের।
তিনি বলেন, ‘প্রবাসী নয়জন একই পরিবারের সদস্য। তাদের বাড়ি জকিগঞ্জে। তারা কাউকে কিছু না জানিয়ে তাদের বাড়িতে চলে যায়। পরবর্তী সময়ে হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়। তাদের এ সময় কোয়ারেনটাইনে ফিরে আসার অনুরোধ জানানো হয়। পরে তারা সবাই রাত নয়টার কাছাকাছি সময়ে হোটেলে ফিরে আসেন।’
এভাবে কোয়ারেনটাইনের সময় বাইরে যাওয়ার বিষয়ে কারও কোনো গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হবে বলেও জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের। এ বিষয়ে সিলেট জেলা সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
সারাবাংলা/এসবি/পিটিএম