Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পি কে হালদারের আরেক সহযোগী শুভ্রা রাণী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ১৪:৪৬ | আপডেট: ২২ মার্চ ২০২১ ১৯:০৭

ঢাকা: এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারের আরেক সহযোগী শুভ্রা রাণী ঘোষকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২২ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে বলে জানা গেছে।

শুভ্রা রাণী ঘোষ ৮৭ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ মামলার আসামি।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, পিকে হালদারের সহযোগী ওকায়ামা লিমিটেডের পরিচালক শুভ্রা রাণী ঘোষ বিদেশ থেকে দেশে আসার পরে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় দুদক তাকে গ্রেফতার করে।

এর আগে, গত ১৩ জানুয়ারি পি কের আরেক সহযোগী অবন্তিকা বড়ালকে গ্রেফতার করেছিল দুদক।

সারাবাংলা/এসজে/একে

টপ নিউজ পি কে হালদার শুভ্রা রাণী