Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ মার্চ রাতে কোনো আলোকসজ্জা করা যাবে না

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ১৬:৩৮

ঢাকা: ২৫ মার্চ গণহত্যা দিবসে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। এদিন রাতে কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা যাবে না।

সোমবার (২১ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৫ মার্চ রাতে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়, ২৫ মার্চ গণহত্যা দিবসে জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তথা সর্ব সাধারণকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/জেআর/পিটিএম

২৫ মার্চ গণহত্যা দিবস টপ নিউজ ব্ল্যাক আউট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর