ঢাকা: জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে দায়ের হওয়া মামলায় তিন আসামিকে জামিন দেননি হাইকোর্ট। তারা হলেন- আনিছুর রহমান ওরফে আব্দুর রশিদ, মো. নুর হোসেন ও মনির হোসেন।
সোমবার (২২ মার্চ) আসামিদের একাধিক জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
এর আগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আসামি আনিছুর রহমান ওরফে আব্দুর রশিদকে আত্মঘাতী সরঞ্জামসহ, আসামি মো. নুর হোসেনকে অস্ত্রের ভাণ্ডারসহ এবং বরিশালের মনির হোসেনকে বিভিন্ন সময় গ্রেফতার করা হয়।
পরে বিচারিক আদালত তাদেরকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন। এরপর তারা জামিন চেয়ে হাইকোর্টে পৃথক পৃথক আবেদন জানায়। কিন্তু জঙ্গি সম্পৃক্ততা এবং নাশকতার অভিযোগ থাকায় তাদের জামিন নামঞ্জুর করেন হাইকোর্ট।